Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাহারছড়া রত্মপুর উচ্চ বিদ্যালয়
বিস্তারিত

বিদ্যালয়টি ৫টি গ্রামের মধ্যবর্তী স্থানে বঙ্গোপসাগর থেকে ২কি:মি দুরে অবস্থিত প্রবহমান একটি খালের পাড়ে,প্রায় ৩ একর জায়গা জুড়ে চতুর দিকে সবুজ ঘেরা একটি মনোরম পরিবেশ বিরাজমান।বিদ্যালয়ের সামনে বিরাট মাঠে ছাত্র ছাত্রীরা ইচ্ছেমত খেলাধুলা শরীরচর্চা করতে পারে বিদ্যালয়ে সহপাঠ যথা -আবৃতি ,গান, বিতর্ক,রচনা প্রতিযোগিতা ইত্যাদি কায্যত্রমে নিয়োমিত চালু আছে। বিদ্যালয়টি সরকারের সেকায়েভ প্রকল্পের আওতাধীন। গত ২০১২এর এস এস সি পরীক্ষায় পাসের হার ৯৯%বৃত্তি ও পাবলিক পরীক্ষায় অত্রউপজেলায় প্রথম স্থান অধিকার করে আছে।বর্তমানে শ্রেণী কক্ষের অভাব প্রকঠ ,২,৩০০শিক্ষাথীর এই বিদ্যালয়ে মাত্র ১১ জন এম পি ও ভূক্ত শিক্ষক আছেন। শিক্ষক সল্পতার দরুন পাঠদানের ব্যঘাত ঘটছে। বিদ্যালয়ে্একটি চৌকষ স্কাউট দল আছে।

২৪/১২/১৯৮৫