Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কলেজ

 

৪নং বাহারছড়া ইউনিয়নের একমাত্র কলেজ

শিক্ষা প্রতিষ্ঠানের নাম    ঃ

পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ

সংক্ষিপ্ত বর্ণনা             ঃ

২টি ভবন, ১টি টিনসেট ভবন, শ্রেণী কক্ষ ১৩টি, অফিস ২টি, কম্পিউটার ল্যাব ১টি, লাইব্রেরী ১টি, বিজ্ঞানাগার ১টি। 

প্রতিষ্ঠাকাল                ঃ

২৬শে মার্চ ১৯৯৫ ইংরেজী।

ইতিহাস                   ঃ

আর্ন্তজাতিক খ্যাতিমান ইতিহাসবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. আবদুল করিম এর নেতৃত্বে ১৯৯৫ সালে ২৬শে মার্চ স্থানীয় শিক্ষানুরাগী ও সব স্তরের জনগণের সহযোগিতায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়।

মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা  ঃ

৪৯৬ জন।

ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)

শ্রেণী

 

 

একাদশ

২০৭

 

দ্বাদাশ

১৪৩

 

স্নাতক ১ম বর্ষ

৬৪

 

স্নাতক ২য় বর্ষ

৩৩

 

স্নাতক ৩য় বর্ষ

৪৯

 

পাশের হার                 ঃ

সন্তোষজনক

শিক্ষক ও কর্মচারীর তালিকা ঃ

(১) জনাব জাকির হোসাইন (অধ্যক্ষ- ০১৬২৭১)

(২) মোহাম্মদ জমির উদ্দীন চৌধুরী (সহকারী অধ্যাপক- ৪১৫৬২২)

(৩) জনাব নূরুল আলম (প্রভাষক- ৪৩৮৭৮৭)

(৪) জনাব আশেক এলাহী (সহকারী অধ্যাপক- ৪১৫৬২৩)

(৫) জনাব সামশুল আলম- সহকারী অধ্যাপক- ৪১৫৬২৪)

(৬) নাহিদা আক্তার (প্রভাষক- ৪৩৮৭৯৪)

(৭) জনাব আনোয়ার হোসেন মজুমদার (সহকারী অধ্যাপক- ৪১৫৬২৭)

(৮) জনাব বশির উদ্দীন আহমদ (উপধ্যক্ষ- ৪১৫৬৩০)

(৯) জনাব জুবেদা বেগম (প্রভাষক)

(১০) জনাব নূরুল আমিন কুতুবী (প্রভাষক- ৪২৮৭৮৭)

(১১) নূরতাজ বেগম (প্রদর্শক- ৪২৬১০৪)

(১২) জনাব মোঃ ইসমাইল (প্রভাষক- ৪১৫৬৮৮)

(১৩) জনাব মোঃ নাছির উদ্দীন (প্রভাষক- ৪২৭৬০৯)

১৪) জনাব মোহাম্মদ হোসেন (প্রভাষক- ০৩১২৩৩)

(১৫) জনাব আমিনুল ইসলাম (প্রভাষক- ৪২৮৭৮৫)

(১৬) জনাব মিজানুর রহমান চৌধুরী (প্রভাষক- ৪৩৮৭৯১)

(১৭) বাবু বিশ্বনাথ ধর- (প্রভাষক- ৪৩৮৭৯৩)

(১৮) জনাব সুমন সেন (প্রভাষক-০৩১২৩৪)

(১৯) জনাব মোহাম্মদ তোবারক উল্লাহ (প্রভাষক- ৪১৬৫৯৫)

(২০) জনাব জমির হায়দার (প্রভাষক- ৪৩৭৬৭৮)

(২১) বাবু বাবুল কান্তি দেব (প্রভাষক-৮৩৮৭২০)

(২২) জনাব শিউলি রাণী দেবী (প্রভাষক)

(২৩) জনাব রেজাউল করিম (প্রভাষক- ৮৪৪০৪৪)

(২৪) জনাব মোহাম্মদ মফিজ উদ্দীন (প্রভাষক- ৩০৭৬৭৪৭)

(২৫) জনাব মোঃ নূরুল হোছাইন (অফিস সহকারী- ৬১৪৭৮৮)

(২৬) জনাব বিকাশ কান্তি সুশীল (নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর )

(২৭) জনাব মোহাম্মদ নাজিম (নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর)

(২৮) জনাব মোঃ নূরুল হক (১) (পিয়ন- ৪১৫৬৩৫)

(২৯) জনাব মোঃ নূরুল হক-২ (পিয়ন- ৪১৫৬৩৬)

(৩০) জনাব মোঃ হারুনুর রশিদ (পিয়ন-৪১৫৬৩৩)

(৩১) জনাব জাফর আহমদ (পিয়ন- ৬১৫৬৩২)

(৩২) জনাব নূরুন্নাহার (পিয়ন- ৬১৫৭৩৬)

(৩৩) জনাব মোরশেদুল আলম চৌধুরী (পিয়ন- ৬১৫৭৩৫)

 

 

বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ

(১) সভাপতি- আলহাজ্ব মুহাম্মদ মুজিবুর রহমান, (২) জনাব ডাঃ আবু ইউসুফ চৌধুরী- (সদস্য) (৩) জনাব ডাঃ নজরুল ইসলাম চৌধুরী (সদস্য) (৪) জনাব এডভোকেট কফিল উদ্দীন চৌধুরী (সদস্য) (৫) জনাব মোঃ আবদুল কাদের (সদস্য সচিব) (৬) জনাব এস.এম. সফি (সদস্য) (৭) এডভোকেট খুরশিদুল আলম (সদস্য) (৮) জনাব মোহাম্মদ আকতার উদ্দীন (সদস্য) (৯) জনাব মাষ্টার রফিক আহমদ (সদস্য) (১০) জনাব ইউসুফ জালাল চৌধুরী (সদস্য) (১১) জনাব ছালেহ্ আহমদ (সদস্য) (১২) জনাব জমির উদ্দীন (সদস্য) (১৩) জনাব আশেক এলাহী (সদস্য) (১৪) জনাব বশির উদ্দীন আহমদ (সদস্য)

বিগত ৫ বছরের সমাপনী  ঃ

প্রযোজ্য নহে।

পাবলিক পরীক্ষায় ফলাফল  ঃ

উচ্চ মাধ্যমিক

 

স্নাতক

২০০৯

৬৭.৫৭%

 

২০০৭

৩৩.৩৩%

২০১০

৬৭.০৯%

 

২০০৮

৮৩.৩৩%

২০১১

৭৯.৫১%

 

২০০৯

১০০%

 

 

 

২০১০

৭৫%

 

শিক্ষা বৃত্তির তথ্য            ঃ

উপবৃত্তি প্রাপ্ত ৮৩ জন, কলেজ থেকে প্রদত্ত বৃত্তি ০৩ জন।

অর্জন                        ঃ

অনুন্নত ও অনগ্রসর এই এলাকায় প্রতিষ্ঠিত অত্র কলেজ হতে প্রতি বছর শত শত ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পাশ করে এলাকায় আলোকিত করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা          ঃ

অদূর ভবিষ্যতে কলেজকে স্নাতক (সম্মান) শ্রেণীতে উন্নতি করার পরিকল্পনা রয়েছে।

যোগাযোগ (ইমেইল এড্রেস সহ)ঃ

ctg-104103@educationboardgov.bd

01715515557

ছবি (মেইন গেট)          ঃ